মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আরো দুইজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আরো দুইজন এপিবিএন সদস্য শাহজাহান ও কনস্টেবল রাজিব।
দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দী নেয়া হয়। এদিকে, টেকনাফের সিএনজি চালক নিহতের ঘটনায় ওসি প্রদীপসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, বুধবার সন্ধ্যায় দেয়া জবানবন্দীতে এপিবিএন সদস্য আব্দুল্লাহ আদালতকে জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করার আগেই এপিবিএনের চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয় আসামির তালিকায় থাকা পুলিশ কর্মকর্তারা। তিনি আরো জানান, আসামির তালিকায় থাকা লিয়াকত ও নন্দদুলাল এসময় এপিবিএন সদস্যদের কোন কথা বলার সুযোগ দেয়নি। ৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ জবানবন্দী রেকর্ড করেন।