মেঘনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিকেলে নদীতে তলিয়ে যাওয়া বাল্কহেডটির ইঞ্জিন রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। ভোরে মেঘনা নদীর দশানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, বরগুনা জেলার তালতলী এলাকার মিজানুর রহমান ও একই এলাকার মোহাম্মদ সাজু সিকদার। স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গত বুধবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার দশানী বরাবর মেঘনা নদীতে নোঙর করে। বৃহস্পতিবার রাতে হঠাৎ পানিতে বাল্কহেডটি ডুবে যায়। এসময় ভেতরে থাকা ওই দুই শ্রমিক নিখোঁজ হন।