মেগা প্রজেক্টের মেগা দুর্নীতিতে দেশ অন্ধকার খাদের কিনারে মন্তব্য ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টগুলোতে মেগা দুর্নীতি করে দেশকে অন্ধকার খাদের প্রান্তে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন। দেশের অর্থ লুটপাটে ক্ষমতাসীনরা ক্রমাগত সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দেশে নাৎসিবাদী শাসন চালাচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, সরকার বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। টিকে থাকার জন্য ক্ষমতাসীনদের হাতিয়ার হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত। ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে নির্যাতনের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।