মুড়া ইউপি নির্বাচনের প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলি করে একজনকে হত্যার অভিযোগ

- আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়া ইউপি নির্বাচনের প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলি করে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাতের এই ঘটনায় আহত ব্যক্তির নাম আব্দুর রশিদ। তিনি মাছিমপুর এলাকার তাওলাদ মেম্বারের শ্যালক বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার জানান, মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তার এবং দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
পাবনার সুজানগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা, ভাংচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থকরা এই ভাংচুর চালিয়েছে বলে জানাচ্ছে স্থানীয়রা।