মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বজাকের মঞ্জিলের উরশ শরীফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের উরশ শরীফ শেষ হয়েছে।
বাদ ফজর বিশ্ব জাকের মঞ্জিলের গদ্দিনসীন পীর খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী আখেরী মোনাজাত পরিচালনা করেন। এর আগে শনিবার বাদ ফজর ওয়াক্তিয়া নামাজের মধ্য দিয়ে শাহ সুফী ফরিদপুরীর চার দিনের উরস শুরু হয়। উরশ শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে হাজার হাজার আশেকান, জাকেরান, ভক্তরা সমবেত হন। এসময় ভক্তরা নফল ইবাদত, কলেমা পাঠ, ওয়াজ নসিহত, কোরআন তেলোয়াত, জিকির আসগার এবং শাহ সুফী ফরিদপুরীর কবর জিয়ারত করেন।