মুসলমানদের উপর সহিংসতার ঘটনা সারা বিশ্বের মত ভারতের মানুষকেও নাড়া দিয়েছে

- আপডেট সময় : ০২:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দিল্লীর সহিংস ঘটনা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মাদ কাদের বলেছেন, মুসলমানদের উপর সহিংসতার ঘটনা সারা বিশ্বের মত ভারতের মানুষকেও নাড়া দিয়েছে।
সহিংসতা বন্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিলেও জানমাল রক্ষায় তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তিন দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে রংপুরের পল্লী নিবাসে একথা বলেন তিনি। এ সময় দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের। এ সময় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধু প্রতীম। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা স্মরণীয় হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রীসহ ভারতীয়দের রাষ্ট্রীয় সম্মান দেয়া দায়িত্বের মধ্যেই পড়ে। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দ্বি-পাক্ষিক সমস্যাগুলোর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন জি এম কাদের।