মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। একই মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত হন আরো ২ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় ঢাকামুখি সড়কে মাছ ভর্তি পিকআপ ভ্যানে একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপে থাকা মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। একই মহাসড়কে ঢাকামুখি আরেকটি পিকআপ অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে ঈমন ও শুব্রত নামে দু’জন আহত হয়। তাদেরকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশনের পাশের রেল লাইনের পাশে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে যশোর রেলপুলিশ মরদেহ উদ্ধার করে।