মুন্সীগঞ্জ চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
চরকেওয়ার ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার গজনবীর ভাইয়ের ছেলেসহ ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রসহ বাঘাইকান্দি গ্রামে হামলা চালায়। স্থানীয়রা জানায়, গজনবী মেম্বারের নির্দেশে তার ভাইয়েরা বাঘাইকান্দি গ্রামের খলিফাবাড়ি ও দেওয়ানবাড়ির পক্ষ নিয়ে বেপারিবাড়ির লোকজনদের এলাকা ছাড়া করতে হামলা চালায়।এসময় ২০/২৫টি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।