মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন।
মঙ্গলবার বিকেলে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সেনা সদস্যসহ দুই হাজার প্রতিযোগী।সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডিয়ার আয়োজনে অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।এতে আরও অংশ নেয় সেনাবাহিনীর ৯৯ ব্রিগেডিয়ার কমান্ডার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন।এ সময় সেতুর টোলপ্লাজা থেকে দৌঁড় শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরে শ্রীনগরের সমসপুর হয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আবার টোলপ্লাজায় এসে পৌঁছে।এরপর এই প্রতিযোগিতায়, প্রথম থেকে ২০তম স্থান অধিকারীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।










