মুন্সিগঞ্জে প্রাইভেট কার খাদে পরে ৩ যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাশে খাদে পরে ঢাকাগামী একটি প্রাইভেটকার দুর্ঘটনায ৩ যাত্রী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ছিলেন ২ জন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় ও দূর্ঘটনার সঠিক সময় তাৎক্ষণিক জানা যায়নি। তবে বুধবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার ভোরের কোন একসময় এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নিহত তিনজনের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে। একজন গাড়ির ড্রাইভার নয়ন অন্যজন লিজা। তবে বাকি একজনকে শনাক্ত করা যায়নি।
এদিকে, কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, মেরিন ড্রইভের হিমছড়ি পয়েন্টে দু’দিক থেকে আসা দ্রুতগামী দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। পরে আসিফ ও রিফাত কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়।