মুন্সিগঞ্জ কক্সবাজার ও সাতক্ষীরায় ৭ জন নিহত

- আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাশে খাদে পরে ঢাকাগামী একটি প্রাইভেটকার দুর্ঘটনায ৩ যাত্রী নিহত হয়েছে। অন্যদিকে, কক্সবাজার ও সাতক্ষীরায় ৪ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ছিলেন ২ জন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় ও দূর্ঘটনার সঠিক সময় তাৎক্ষণিক জানা যায়নি। তবে বুধবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার ভোরের কোন একসময় এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্টে দু’দিক থেকে আসা দ্রুতগামী দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। পরে আসিফ ও রিফাত কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়।
এদিকে, সাতক্ষীরার পাটকেল ঘাটায় পরিবহনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছে। অপরদিকে, শ্যামনগর উপজেলায় গোলাঘাটা নামক স্থানে বন্ধুদের সাথে ঈদে বেড়াতে যেয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শেখ সৈকত নামে এক ছাত্র নিহত হয়।