মুজিববর্ষে সারাবিশ্বে বাংলাদেশের সংগ্রাম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মুজিববর্ষে সারাবিশ্বে বাংলাদেশের সংগ্রাম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হবে। বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে মুজিববর্ষের মূল অনুষ্ঠানে।
ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মুজিবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। আগামি ২২ ও ২৩ মার্চ এই বর্ষ উপলক্ষে একটি বিশেষ অধিবেশন হবে। বছরজুড়ে জাতির পিতার আদর্শ শিক্ষায় সারা দেশের মানুষকে উজ্জীবিত করা হবে। ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ পালনে একটি কমিটি গঠন করা হয়েছে। যার সদস্য সচিব করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে। কাদের আরো বলেন, মুজিববর্ষ পালন করতে পারবে যেকোনো দল। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্বজনীন ব্যক্তিত্ব।