মুজিববর্ষ উপলক্ষে সেবা দিতে ভ্রাম্যমান বুথ চালু করেছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো

- আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর গ্রাহকদের সকল ধরণের সেবা দিতে ভ্রাম্যমান বুথ চালু করেছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো। রোববার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান এ বুথে গ্রাহকরা বিদ্যুৎ বিল পরিশোধ, নতুন লাইন সংযোগের আবেদনসহ ২০ টি সেবা পাচ্ছেন । আর এমন সেবা পেয়ে স্বস্তির কথা জানান গ্রাহকরা।
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ -এমন শ্লোগান এবং মুজিব বর্ষ উপলক্ষে গ্রাহকদের ২০ ধরণের সেবা দিচ্ছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো। সকালে রাজধানীর গুলশান-২ এর ইয়ুথক্লাব এলাকায় ডেসকোর গ্রাহকদের এমন সেবা দিতে হাজির সংস্থাটির ভ্রাম্যমান টিম।
বাড়ির সামনে ডেসকোর এ ধরণের সেবা পেয়ে সস্তির কথা জানান গ্রাহকরা।ডেসকো প্রতিদিন ৩টি ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে ১৬টি বিক্রয় ও বিতরণ বিভাগের বিভিন্ন এলাকার গ্রাহকদের ২০ টি সেবা দিবে বলে জানান ডেসকোর এই প্রকৌশলী।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী এ সেবা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।