মুজিব বর্ষ উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জ ও দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউএনও আশরাফুল আলম।
মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে সেনাবহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প,খাদ্য সামগ্রী বিতরণ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। সকালে দিনাজপুর সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন ৪৫ ফিল্ড এম্বুলেন্স এর লেফটেনেন্ট কর্ণেল লতিফা রহমান। এসময় জেলার কয়েক হাজার মানুষকে মেডিকেল সেবা দেয়া হয়।
এদিকে, জামালপুরে জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদারের উদ্যোগে অসহায় শীতার্ত ৫শ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে মাদারগঞ্জের ফাজিলপুরে এসব কম্বল বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।




















