মুজিব বর্ষ উদযাপনের নামে কোথাও কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০২:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ উদযাপনের নামে কোথাও কোনো চাঁদাবাজি হলে বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে এক যৌথ সভায় এমনটি জানান তিনি।মুজিব বর্ষ উদযাপন যাতে কোনো মতেই আত্নপ্রচারের মাধ্যম না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
আগামি ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিব বর্ষের মূল কর্মসূচি। দিনটিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা। এ উপলক্ষে নির্দেশনা দিতে, ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও মহানগর নেতা ও ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এসময় দিবসটিকে ঘিরে নেতাকর্মীদের নানা দিক- নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বলেন, সুশৃংখল দল হিসেবে নিজেদের প্রমাণ করবে আওয়ামী লীগ।মুজিব বর্ষের ভাবগম্ভীর্য বজায় রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বছরব্যাপী নানা আয়োজনকে ঘিরে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
সততাকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হতে নেতাকর্মীদের পরামর্শও দেন ওবায়দুল কাদের।