মুখে যত কথায় বলুক আমেরিকার ভিসানীতির ভয়ে সরকারের হাঁটু কাঁপছে : ফখরুল

- আপডেট সময় : ১১:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মুখে যত কথায় বলুক আমেরিকার ভিসানীতির ভয়ে সরকারের হাঁটু কাঁপছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের কাজির দেউরী এলাকায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন সরকার খেলা হবে বলে হুংকার দিলেও আসলে খেলা শেষ হয়ে গেছে। এখন শুধু চুড়ান্ত পতন বাকি আছে। বিএনপির নেতৃত্বে জনগণ শিগগিরই এই সরকারের পতন ঘটিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে বলেও হুশিয়ারি জানান বিএনপি নেতারা। বন্দর নগরী চট্টগ্রামের কাজির দেউরী মোড়ে চিত্র এটি। একদিকে লাভলেইন অন্যদিকে আলমাস হয়ে ওয়াসা কিংবা লালখান বাজার কি আস্কারদিঘি। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী নির্বাচনের দাবিতে নতুন ভোটার ও তরুণ প্রজন্মকে সংযুক্ত করতেই যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের তারুণ্যের সমাবেশে জনতার ঢল নামে।
এতে বক্তব্য রাখেন বিএনপি ও তার অংগ সংগঠনের সিনিয়র নেতারা। এই সরকারকে অবৈধভাবে ক্ষমতা দখলে যারা সহায়তা করেছে তাদের প্রতিও হুশিয়ারি জানান তারা।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের প্রতি হুশিয়ারি জানান তিনি।
আমেরিকার ভিসানীতির পর সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই গণতান্ত্রীক বিশ্বে বন্ধুহীন থাকবে বাংলাদেশ।
তরুণ প্রজন্মের ভোটের অধিকার ফিরিয়ে আনার সঙ্গে দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তীপুর্ণ ও গণতান্ত্রীক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর সিটি নির্বাচনে একজন বয়স্ক নারী প্রার্থীর কাছে পরাজিত হয়ে বরিশালে এসে সরকার ভোট ডাকাতির আসল চেহারায় ফিরেছে বলেও মন্তব্য করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর।