মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সকালে তার বাসভবন থেকে মরদেহ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্দোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এসময় দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে তার মরদেহ মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে নেয়া হলে সেখানে গার্ড অব অনার দেয়া হয়। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার গ্রামের বাড়ী ঘোগাদহতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।