মুক্তিযুদ্ধের প্রকৃত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানিয়েছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের প্রকৃত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার গুলশানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব একথা বলেন।
স্বাধীনতা কোনো ব্যক্তি বা গোষ্ঠির অবদান নয় উল্লেখ করে এটি জাতির ঐক্যবদ্ধ অর্জন বলে মন্তব্য করেন তিনি। আর ২০ দলীয় জোট নেতারা স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান তুলে ধরে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সরকার হটাতে কঠোর কর্মসূচি দাবি করেন। এসময় ছাত্রদলের ওপর হামলা ও লেখক মুস্তাক আহমেদের মুত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানান বক্তারা। তারা, সুবর্ণ জয়ন্তীতে জিয়ার খেতাব বাতিলের প্রস্তাব ও খালেদা জিয়াকে বন্দি রাখার তীব্র সমালোচনা করেন। গত ১২ বছরে বিকৃত হওয়া ইতিহাসকে সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহবান জানান বিএনপি নেতারা।

















