মুক্তিযুদ্ধের চেতনায় সৎ, যোগ্য, মেধাবী কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনায় সৎ, যোগ্য, মেধাবী কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর নির্বাচনী পরিষদের সভায় এ কথা বলেন তিনি।
সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। বাহিনীর সার্বিক উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।