মুক্তিযুদ্ধের চেতনা আজ হুমকির মুখে : অভিযোগ বিএনপির

- আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
১০ বছর ধরে দেশের বিচারবর্হির্ভুত হত্যাকান্ড নিয়ে কথা বলে আসছে বিএনপি, মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন নিষেধাজ্ঞায় তা জোরালোভাবে প্রমাণিত হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। সিলেটে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফলে মুক্তিযুদ্ধের চেতনা এখন হুমকির মুখে পড়েছে বলে মনে করছে দলটির নেতারা।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট রেজিস্ট্রার মাঠে সমাবেশ করে বিএনপি’র বিভাগীয় সমন্বয় কমিটি।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানান তারা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই কেবল অংশ নেবে বিএনপি।
গণআন্দোলনে মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের আহবান জানান বিএনপি মহাসচিব
এদিকে, গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ হুমকির মুখে পড়েছে।
মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়ন করতে, নতুন প্রজন্মের প্রতি আহবান জানান, তিনি।