মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ১১৪ জনের বেশি
- আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ১১৪ জনের বেশি। বিক্ষোভ শুরুর পর একদিনে এত মৃত্যু আর দেখা যায়নি। অভ্যুত্থানবিরোধী গণ-আন্দোলন এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত।
দিবসটিকে কেন্দ্র করে আগের দিন হত্যার হুমকি উপেক্ষা করেই রাজপথে নামে হাজার হাজার মানুষ। তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। বেসামরিক নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপিদো ও মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সেই সঙ্গে কঠোরভাবে তা দমন করতে শুরু করে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। এ সময় ইয়াঙ্গুনে গুলিতে ৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। মান্দালয়ে গুলিতে প্রাণ গেছে ১৩ জনের।
এদিকে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানবিরোধী গণ-আন্দোলন। নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর সামাজিক বিজ্ঞানের পাঁচ শিক্ষাবিদ এই মনোনয়ন দেন।























