মিয়ানমারের রাস্তায় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি টহল দিচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
মিয়ানমারের বেশ কয়েকটি শহরের রাস্তায় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি টহল দিচ্ছে। দেশটির বেশিরভাগ জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ। সেনা অভ্যুত্থানের পরপরই প্রথম দফায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে দ্বিতীয় দফায় ইন্টারনেট বন্ধ করা হলো দেশটিতে।
মিয়ানমারের কাচিন রাজ্যের উত্তরে- সেনা অভ্যুত্থানের প্রতিবাদে চলা বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, সেনাবাহিনী ‘যুদ্ধ ঘোষণা’ করেছে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ কর্মকর্তা টম অ্যান্ড্রুজ বলেন, জান্তা সরকার বেপরোয়া আচরণ করছে। এজন্য তাদের জবাবদিহি করতে হবে। মিয়ানমারের টেলিকম অপারেটররা জানান, রোববার রাত ১টা থেকে সোমবার পর্যন্ত তাদের ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।



















