মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে । দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে ।
ওই সামরিক বিমানটি রাজধানী নেইপিদো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। এটি অবতরণের আগেই বিধ্বস্ত হয় । দুর্ঘটনার সময় ছয় সেনাসদস্য এবং বেশ কয়েকজন সন্নাসী বিমানটিতে অবস্থান করছিলেন । একটি মঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তারা।
দুর্ঘটনা থেকে পাইলট এবং এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন । তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এর আগে গত মাসের শুরুর দিকে মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে একটি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি ওই হামলা চালায়।