মিয়ানমারে কাজ করা বন্ধ করে দিয়েছে দেশটির লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী

- আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মিয়ানমারে জোর করে ক্ষমতা দখল করা জান্তা সরকারের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে দেশটির লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। ফিকে হয়ে আসছে সেনাদের মিয়ানমার শাসন স্বপ্ন।
হাসপাতালগুলো সব জনশূন্য। সরকারি অফিস-দপ্তর ফাঁকা। স্টেশনে স্টেশনে থমকে আছে ট্রেন। মিয়ানমারে জোর করে ক্ষমতা দখল করা সেনা সরকারের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে দেশটির লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। গ্রেফতার-পুলিশি হয়রানি, নির্যাতন-নিপীড়ন এমনকি জীবন ও জীবিকা হারানোর ঝুঁকি নিয়েই টানা অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। সেনার নিয়োগ দেয়া অল্প কিছু কর্মকর্তা-কর্মচারী অফিসে এলেও তাদের প্রত্যাখ্যান করছে জনগণ। ফিকে হয়ে আসছে সেনাদের মিয়ানমার শাসন স্বপ্ন। আন্দোলনে যোগ দেয়ায় চাকরিচ্যুত হয়েছে অনেকে। ফলে, দেশজুড়ে সরকারি অফিস-আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কাজ বন্ধ করে দিয়েছে বেসরকারি খাতের কর্মচারীরাও। অফিস ছেড়ে তারাও রাজপথে। কর্মচারীরা অফিসে না আসায় ট্যাক্স সংগ্রহ বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ বিল বাকি পড়ছে, এমনকি বন্ধ রয়েছে করোনা পরীক্ষা ও টিকা কার্যক্রম। সেই সঙ্গে যোগ হয়েছে একের পর এক দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ফলে আর্থিক সংকটের মুখে পড়েছে সেনা কর্তৃপক্ষ।