মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভয়ংকর মাদক আইস
- আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার মতো মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভয়ংকর মাদক আইস। অত্যন্ত ব্যয়বহুল এই মাদক প্রতি পাঁচ গ্রামের বাজারমূল্য প্রায় লাখ টাকা-এমনটাই জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার একে এম হাফিজ আক্তার।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর এবং মিরপুর থেকে ব্যয়বহুল আইস ও ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম আইস, ৮৮ হাজার ইয়াবা এবং একটি গাড়ি আটক করা হয়। তিনি বলেন, সেবন কারীরা আইসকে ক্রিস্টাল ম্যাথ হিসেবে ব্যবহার করে। এটি অত্যন্ত ব্যয়বহুল মাদক। বিত্তবান ও তাদের বখাটে সন্তানরা এই মাদক সেবন করে। রাজধানীর অভিজাত এলাকার সীসা বারগুলোতে এটি ব্যবহৃত হচ্ছে। উদ্ধারকৃত মাদক মংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে আসে। এরপর প্রাইভেটকারে করে আনে ঢাকায়।























