মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার-চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার-চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকার প্রদত্ত জীবন রক্ষাকারী এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরোও বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে সকল ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।











