মিষ্টি প্রেমের গল্পে সুদীপ-মীম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মাণ হয়েছে একক নাটক ‘তাদের প্রেম’। তাহমিনা জেরিনের গল্পে এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও নবীন অভিনয়শিল্পী মেহের কামাল মীম। মিষ্টি প্রেমের গল্পে নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকটিতে ব্যাচেলার এক যুবকের গল্প তুলে ধরা হয়েছে। একজন বেকার এই শহরে চাকরির জন্য রীতিমতো যুদ্ধ করে।তাকে নানা চড়াই–উৎরাই পার করতে হয়। এভাবেই গল্পটি এগিয়ে যাবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
সুদীপ বিশ্বাস দীপ বলেন, নাটকে ব্যাচেলারদের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। একজন বেকার চাকরি না পেয়ে কতটা অসহনীয় ভাবে জীবনযাপন করে তা দেখা যাবে এ গল্পে। রয়েছে মিষ্টি প্রেম। আশা করছি, সবার ভালো লাগবে।
জানা গেছে, খুব শিগগিরই নাটকটি দেশের একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে।