মির্জা ফখরুলের অভ্যাস হচ্ছে উদ্ভট কথা বলা : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট কথা বলা। নির্বাচন নিয়ে বিএনপি এবং তাদের সহযোগীরা অতীতে অনেক তামাশা করেছে।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ অতীতে নির্বাচন নিয়ে কখনো তামাশা করেনি। অতীতের মত ভবিষ্যতেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে বলে দাবি করেন তিনি। আখাউড়া রেলস্টেশনে মন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়রসহ আখাউড়া থানার ওসি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।