মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি দুপুর দেড়টায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৯১৭ বার পড়া হয়েছে
নাশকতার ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি দুপুর দেড়টায় শুরু হবে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে শুনানি হবে। মঙ্গলবার শুনানিতে গ্রেফতারের আদেশ দেন তিনি। আসামীপক্ষের আইনজীবীর দাবি মির্জা ফখরুলকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৩১ ডিসেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের রমনার তিন ও পল্টনের ৬ মামলার গ্রেপ্তার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।