মিয়ানমারের সেনা সদস্য ও সীমান্তরক্ষীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

- আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রয় মিয়ানমারের ৩৩০ জন সেনা সদস্য ও সীমান্তরক্ষীদের সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের বাহিনীর সদস্যদের ফেরত নিতে জাহাজ পাঠিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে অথবা রোববার আশ্রিতদের ফেরত পাঠানো হতে পারে বলে জানা যায়।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকদফা মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে শনিবার মিয়ানমারের একটি জাহাজ বাংলাদেশের টেকনাফে পৌঁছাবে বলে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়। সেই জাহাজে করে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের ফেরত নেয়ার কথা রয়েছে। জাহাজটিতে ৫০০ জনকে বহন করার ধারণ ক্ষমতা আছে। আশ্রয় নেয়া মিয়ানমারের সকল সেনা, পুলিশ, বিজিপি,এ পর্যন্ত দেশটির সরকারি বাহিনীর ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে আহত ৯ জন কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষ এখন কিছুটা শান্ত রয়েছে।