মিনিকেট লিখে চাল বিক্রির চেষ্টা করলে আইনী ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট লিখে চাল বিক্রির চেষ্টা করলে আইনী ব্যবস্থা নেয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।
দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন খাদ্যমন্ত্রী।ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় ৭ কোটি মানুষকে পান্তার পানি খেয়ে দিন কাটাতে হয়েছে। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ কোটি পার হয়ে গেলেও খাদ্যর কোন অভাব নেই। চাল আমদানির প্রয়োজন হয় না। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।