মিতু হত্যা মামলার অন্যতম আসামী ও অস্ত্র যোগানদাতা গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম আসামী ও অস্ত্র যোগানদাতা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সোর্স এহতেশানুল হক ভোলাকে বেনাপোল থেকে গ্রেফতার করেছে পিবিআই।
দুপুরে চট্টগ্রামের পিবিআইয়ের একটি দল তাকে গ্রেফতার করে। পিবিআই জানায়, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আগেও গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায় ভোলা। পড়ে এই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার করা হলে পালিয়ে যায় সে। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শনিবার দুপুরে সীমান্ত পার হওয়ার সময় বেনাপোল থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এই মামলার অন্যতম আসামী মুসার সন্ধান এখনো পায়নি পুলিশ।