মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে এনসিপি, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়েছে।
রাজধানীর মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। এছাড়া শালবাগান এলাকায় বিক্ষোভ করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রংপুরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কারমাইকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। আপস:….
ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিল।
মিটফোর্ড, খুলনাসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। এসময় দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।