মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসর শেষ হচ্ছে আজ
- আপডেট সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসর শেষ হচ্ছে আজ। দেশি-বিদেশি স্টলে চলছে মূল্যছাড়ের হিড়িক। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীরা আসছেন। তবে বেচাকেনা আশানুরূপ না হওয়ার দাবি বিক্রেতাদের।
করোনা মহামারির কথা বিবেচনা করে এবারের বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হয়নি। প্রথমবারের মতো ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে আয়োজিত মেলার পর্দা নামছে আজ। শেষ সময় কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। দেশি-বিদেশি প্রতিটি স্টলেই নানা অফারের ছড়াছড়ি। এবারের মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন এবং ১৬২টি স্টল রয়েছে। এসব স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দুটি হলে। কমপ্লেক্সের বাইরেও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন।






















