মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চ্যানেল টুয়েন্ট ফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলার সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ল’ রিপোর্টার্স ফোরাম- এলআরএফ। পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাতির জিম্মা নিয়ে করা ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে তার বিরুদ্ধে মামলা হয়।
দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকে এই মানববন্ধনে সংগঠনের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ সাংবাদিক নেতারা। বক্তারা বলেন, গত এক যুগ ধরে দেশের উন্নয়ন পরিকল্পনায় প্রতিমন্ত্রীর অনেক সুনাম রয়েছে। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তার ছেলের করা এই মানহানির মামলা প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করেছে। সাতদিনের মধ্যে মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহবান জানান তারা।