মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুন পর্যন্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
মালয়েশিয়া ইমিগ্রেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী,
বিএমইটি ডেটাবেইজ নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে।
সেই অনুযায়ী, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি ডেটাবেইজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।বিএমইটি বলছে, কর্মীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে দুই বছর বহাল থাকবে। এসময় বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ৩০ জুন শেষ হবে এ প্রোগাম শেষ হবে।