মালয়েশিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা আরো নাটকীয়তায় মোড় নিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা আরো নাটকীয়তায় মোড় নিয়েছে। এবার মাহাথির মোহাম্মদের নিজের দল বারসাতু’র চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে।
শনিবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ জানান, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়াসিন। এর আগে গেলো ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা। বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।
















