মালটা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন

- আপডেট সময় : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
মালটা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সিরাজগঞ্জের বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন। তার এই মালটা বাগান দেখতে প্রতিদিন ভীড় করছেন দর্শনার্থীরা। স্থানীয় অনেক কৃষক ও বেকার যুবকও তার সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় মালটা চাষে উজ্জ্বল সম্ভবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জেলার কামারখন্দ উপজেলার কুঠিপাড়া গ্রামের ৬ সন্তানের জনক মোয়াজ্জেম হোসেনের বাবার হাত ধরে কৃষি কাজে হাতে খড়ি। এখন কৃষিই তার একমাত্র পেশা ও নেশা। ধান সহ বিভিন্ন ফল ও ফসল উৎপাদনে সফলতার পর মালটা চাষে মনোযোগী হয়েছেন। প্রায় ২ বছর আগে লাগানো মালটা বাগানের গাছে এখন ঝোপা ঝোপা মালটা ঝুলছে।
প্রতিদিনই পাইকারের পাশাপাশি সাধারণ ক্রেতারাও মাল্টা কেনার জন্য যোগাযোগ করছে বাগান মালিকদের সাথে। মাত্র ৪০ হাজার টাকা খরচ করে তিনি লাখ টাকা বিক্রি করবেন বলে আশা করছেন।
সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা গেলে কৃষকের পাশাপাশি অনেক উদ্যোক্তা তৈরী হবে বলে মনে করছে কৃষি বিভাগ ।
দেশে ব্যাপক হারে মাল্টা চাষ হলে আমদানী নির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।