মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার জন্য আওয়ামী লীগের তাগিদ থাকলেও করতে পারছে না যুবলীগ

- আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার জন্য আওয়ামী লীগের তাগিদ থাকলেও সহসাই তা করতে পারছে না যুবলীগ। সিটি নির্বাচনসহ নানা কারণে পিছিয়ে পড়ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া । তবে শীর্ষ নেতাদের দাবি, অবৈধ অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের দূরে রেখেই একটি শুদ্ধ কমিটি দিতে চলছে সূক্ষ্ম যাচাই বাছাই।
ক্যাসিনো ব্যবসার সাথে সংশ্লিষ্টতা, কমিটি বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগের প্রমান পাওয়ায়, গেল বছরের শেষভাগে তোপের মুখে পড়ে যুবলীগ। শুরু হয় শুদ্ধি অভিযান । একে একে উঠে আসে বিতর্কিতদের নাম।
ফলে গেল ২৩ নভেম্বর ৭ম কংগ্রেসের মধ্য দিয়ে যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হোসেন খান নিখিলকে দায়িত্ব দেয়া হয় । তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত, গ্রহণযোগ্য, শুদ্ধ একটি পূর্ণাঙ্গ কমিটি দেয়া ।
নতুন কমিটিতে শীর্ষ পদ্গুলো পেতে শুরু হয়েছে তোড়জোড়। মরিয়া বিতর্কিতরা পদ নিশ্চিত করতে দলীয় কার্যালয়ে ভীড় জমাচ্ছেন। এরমধ্যে ক্যাসিনোকাণ্ডে সমালোচিতরা যেমন আছেন তেমনি ফ্রিডম পার্টিসহ অন্য দল থেকে আসা অনুপ্রবেশকারী, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল হত্যার মূল আসামী, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তিকারী একাধিকজন রয়েছেন । এসব অভিযোগ জমা পড়েছে দপ্তরে। জমা পড়া দেড় হাজারেরও বেশি জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শুরু করেছেন যুবলীগের শীর্ষ দুই নেতা। সূক্ষ্ম বাছাই করতে একটু বেশি সময় লাগলেও, কমিটিতে বিতর্কিত কাউকে স্থান দিতে চান না তাঁরা।