মারাত্মক হুমকির মুখে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও বেড়িবাঁধ
- আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
প্রতি বছর ভাঙ্গতে ভাঙ্গতে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও মূল বেড়িবাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অব্যাহত ভাঙ্গন ও দায়সারা উন্নয়নে দিন দিন অস্তিত্ব হারাতে বসেছে সাগর কন্যা কুয়াকাটা। সৈকত রক্ষায় দফায় দফায় খরচ করলেও কোন কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড নতুন করে সাড়ে ৯শ’ কোটি টাকার ডিপিপি প্রস্তুত করলেও তার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশে সূর্যোদয় ও সূর্যাস্তের একমাত্র বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। গত দুই দশক ধরে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সৈকতটি জনপ্রিয় হয়ে উঠে। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক বছরে অস্তিত্ব হারাতে বসেছে সৈকতটি।সৈকতে জিও ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে থাকায় এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এসব দেখে আগ্রহ হারিয়েছে পর্যটক।সৈকতের স্থায়ী এবং পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে, ২০২০ সালে সৈকতের ওপর একটি সার্ভে করে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং। সেই সুপারিশ অনুযায়ী ৯৪৯ কোটি টাকার একটি ডিপিপি প্রনয়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে সৈকতের প্রায় ১২ কিলোমিটার এলাকায় ১৪০ মিটার পর পর ৭০ মিটার দীর্ঘ ৬৮ টি গ্রোয়েন বাঁধ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া বেশ কিছু স্থাপনা নির্মানের পরিকল্পনাও রাখা হয়েছে বলে জানায় পাউবো।তবে, এ বিষয়ে কোন পরীক্ষামূলক পাইলটিং কাজ করা হয়নি। ফলে, এর সফলতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।





















