মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল নাটোর জেলা ছাত্রদলের

- আপডেট সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৭১৩ বার পড়া হয়েছে
দলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাটোরের যুবদলে নেতাকর্মীরা। সকালে শহরের তেবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিল শেষে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। উপ-নির্বাচনের ফল বাতিল এবং সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। নগরীর ফকিরবাড়ি রোড থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের হলে সদর রোডে আটকে দেয় পুলিশ।
এদিকে, ভোট ডাকাতি ও ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ছাত্রদলের গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।