‘মাভোজা’র শীতের ক্যাম্পেইন শুরু
- আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড মাভোজা শুরু করেছে তাদের নতুন উইন্টার ক্যাম্পেইন— ‘শীতেও থাকুক স্টাইলের ছোঁয়া – মাভোজা শীত কালেকশন ২০২৬’। এই ক্যাম্পেইনের মাধ্যমে শীতকালেও নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশের আহ্বান জানিয়েছে ব্র্যান্ডটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শীতে ফ্যাশনে আনতে হবে নতুন রূপ ও সাহসিকতা। মাভোজার এক্সক্লুসিভ উইন্টার কালেকশন এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একসাথে উষ্ণ, আভিজাত্যপূর্ণ ও আধুনিক—শীতের জন্য একদম উপযোগী।
মাভোজার শীতকালীন কালেকশনে থাকছে গ্রে ও ব্ল্যাক রঙের হুডি, জগার্স এবং কর্ডস সেট, যা স্টাইলিশ ব্যাগি ফিটে ডিজাইন করা হয়েছে। আধুনিক ফ্যাশনপ্রেমীদের কথা মাথায় রেখে প্রতিটি পোশাকেই রাখা হয়েছে ট্রেন্ডি কাট ও মিনিমাল ডিজাইন।
উচ্চমানের ৩২০ জিএসএম কাপড় ব্যবহার করে তৈরি এই পোশাকগুলো আরামদায়ক হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী ও টেকসই। প্রতিটি আইটেমেই ফুটে উঠেছে স্টাইলের নিখুঁত ছোঁয়া—যারা ট্রেন্ড অনুসরণ করে না, বরং ট্রেন্ড তৈরি করে, তাদের জন্যই মাভোজা।
তাই আর দেরি নয়—এই শীতে ফ্যাশনে আনুন সাহসিকতা, আত্মবিশ্বাস ও সৌন্দর্যের একসাথে উদযাপন।


















