মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ নানা সমস্যায় ভুগছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। সকালে গণভবনে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এবারে সর্বোচ্চ জাতীয় পুরষ্কার পেলেন নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সময়ে, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সময় বদলেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, হারিয়ে যাওয়া বিজয়ের ইতিহাস ও আদর্শ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে দেশ।


















