মানুষ অভাবে থাকলে নিজেদের গোলার ধান বিলিয়ে দিতেন বঙ্গবন্ধু :টুঙ্গিপাড়া পৌরমেয়র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ছোট বেলায় খুব দুস্টুমি করলেও সাধারণ মানুষ যখন অভাবে থাকতেন তখন নিজেদের গোলা কেটে ধান বিলিয়ে দিয়ে সবাইকে সাহায্য করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় আসলে তার কোন নিরাপত্তার দরকার হতো না। সাধারণ মানুষের মতো তিনি ঘোরাফেরা করতেন, সকলের সাথেই মিশতেন। বঙ্গবন্ধুর একটি গুণ ছিলো– যত গরীব আত্মীয়ই হোন না কেন, মুরব্বী হলে তিনি তার পায়ে হাত দিয়ে সালাম করতেন। এমন একজন মানুষ আর বিশ্বে জন্ম নেবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসএটিভিকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।