মানিকগঞ্জে বিএনপি’র সমাবেশ ডাকা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানিকগঞ্জে বিএনপি’র সমাবেশ ডাকা হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা যোগ দিচ্ছে। দুপুর ২ টার দিকে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। সকাল ১১টা থেকেই জেলার ৭ টি উপজেলা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী খন্ড-খন্ড মিছিল নিয়ে হাজির হন। ইতিমধ্যে সমাবেশস্থল কানায়-কানায় ভরে উঠছে। অন্যদিকে বিএনপির এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা দেখা গেছে।