মানিকগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ধান কাটা উৎসব শুরু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ধান কাটা উৎসব শুরু হয়েছে।
সকালে ইনস্টিউট প্রাঙ্গণে ধান কাটা উৎসব, পুকুরে মাছের পোনা ছাড়া ও বাগানে ফলজ গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান আলী বিশ্বাসসহ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের রোপণকৃত প্রায় চার বিঘা জমিতে বিরি-২৯ জাতের ধানের ফলন হয়েছে হেক্টর প্রতি ৫.৫৩ টন।