মানিকগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র সেলিম
- আপডেট সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
দুপুরে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় নিজ বাসভবনে তিনি এই ঘোষণা দেন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান গাজী কামরুল হুদা সেলিম। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবার দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ার পরেও প্রথমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ময়মনসিংহের ভালুকায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান তালুকদার।
এদিকে, কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু আনছার খানের কার্যালয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তারিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে সকালে খোকসা সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি সমর্থিত প্রার্থী নাফিজ আহমদ রাজু।



















