মানিকগঞ্জ ও যশোরে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনা সর্তকতায় মানিকগঞ্জ ও যশোরে প্রতিটি ইউনিয়নে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।
মানিকগঞ্জে সম্প্রতি দেশে আসা প্রবাসীদের বাড়িতে লাল পতাকা ও হোমকোয়ারেন্টাইনে থাকার সময় উল্লেখ করে স্টিকার লাগানো হয়েছে। দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বেশ কয়েকজন প্রবাসীদের বাড়িতে এই কার্যক্রম চালানো হয় সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে। এসময় প্রবাসীদের বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
যশোর জেলা প্রশাসন জানিয়েছে আট উপজেলার সাড়ে পাঁচ হাজার বাড়িতে এ পতাকা টাঙানো হয়েছে। গেলো ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত যারা দেশের বাইরে থেকে এসেছেন তাদের বাড়িতে টাঙানো হচ্ছে এ পতাকা।