মানবিক দৃষ্টিতে বেগম জিয়াকে জামিন দেয়া জরুরী: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জামিন নিয়ে কোন ধরনের রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক দৃষ্টিতে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া জরুরী বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার জামিন বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকশেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে গেল দু’বছর ধরে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারসহ সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন বলেও জানান তিনি। এর আগে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, আবারো খালেদার জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে বিকেলে বৈঠকে বসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকশেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোন রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক দৃষ্টিতে তাঁকে মুক্তি দেয়া জরুরী। এর আগে বৈঠকশেষে বেগম খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি’র ভাইস-চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, আবারো খালেদা জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবেন তারা।এ সময় আগামী সপ্তাহেই আবেদনের সম্ভাবনার কথা জানিয়ে, এবার সবকিছু বিবেচনায় আদালত জামিন দেবে বলে আশা করেন তিনি।