মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখেই মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনঃবিন্যাস :ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখেই মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনঃবিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা নিয়ে আতংক না ছড়িয়ে সতর্কতা থাকতে হবে।
দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি জানান, বিশ্বব্যাপী সংকট সৃষ্টিকারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। একে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের মজুদদারির পাঁয়তারার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।
জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই মুজিব শতবর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।
বিএনপি’র নেতাদের রাজনৈতিক কথায় খালেদা জিয়ার স্বাস্থ্য ও প্যারোলের বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেয়ার কোন সুযোগ সরকারের নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।